
আজ শুক্রবার ২৫শে মার্চ বিকাল ৪:৩০ ঘটিকার সময় ১৩নং বাজালিয়া ভোর বাজার সংলগ্ন জলদাশ পাড়া থেকে অপহরণের উদ্দেশ্যে ১টি মেয়েকে ৪ জন বখাটে যুবক ৪৮৫৯নং সাদা কালারের ১টি নোহা গাড়িতে তুলে নিয়ে যায়।
অপহরণের পর পর বিষয়টি বাজালিয়া ইউনিয়ন পরিষদের দ্বিতীয় বারের মত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে বিজয়ী চেয়ারম্যান বাবু তাপস কান্তি দত্তকে জানান অপহৃত মেয়েটির পরিবার ও এলাকাবাসী।
খবরটি পেয়ে সাথে সাথে প্রশাসন সহ দলিয় নেতা কর্মীদের সাথে নিয়ে মেয়েটিকে উদ্ধার করার জন্য সব রকম চেষ্টা চালাতে থাকে চেয়ারম্যান , একটি পর্যায়ে ১৩নং বাজালিয়ার জননন্দিত চেয়ারম্যান তাপস কান্তি দত্ত ও দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ জুনাইদ এর সার্বিক সহযোগিতায় অপহরণ কারীর চক্রের মূল হোতা ও তার সহযোগিদের আটক করে পুলিশের হাতে হস্তান্তর করা হলো।
সার্বিক সহযোগিতা করে অতি দ্রুত অপহৃত মেয়েটিকে উদ্ধার করে মেয়েটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে বখাটে দুষ্কৃতিকারীদের প্রশাসনের হাতে তুলে দেওয়াতে প্রশংসায় ভাসসে বাজালিয়া সহ গোটা সাতকানিয়ার সর্বস্বরের মানুষের। এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় বাজালিয়াবাসী সহ সমাজের বিশিষ্টজনরা।
এর পূর্বেও চেয়ারম্যান তাপস জনগনের সেবায় মানবতার অনেক দৃষ্টান্ত স্থাপন করে গণমানুষের নেতাতে পরিনত হয়েছেন।