
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীন বাংলাদেশের স্থপতি স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে রাত ১২:০১ মিনিটে কেক কেটে উদযাপন করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ সোহার বাতনা শাখার উদ্যোগে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোহার বাতনা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী সাধারণ সম্পাদক শেখ শামীম, বাতনা শাখার উপদেষ্ঠা ও সাহানাজ শাখার সভাপতি টিপু সরোয়ার, বাতনা শাখার সহ-সভাপতি আবুল বাশার, সহ-সভাপতি মোহাম্মদ হারুন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সেলিম বান্ডারী, গাদফান শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ওমান কেন্দ্রীয় যুবলীগের প্রতিষ্টাতা উপদেষ্ঠা ইমরান হোসেন সাদিব, সভাপতি নজরুল ইসলাম, বাতনা শাখার নেতা মোহাম্মদ ডালিম কফিল উদ্দিন, করিম, গাদফান শাখার সহ-সভাপতি মোহাম্মদ মানিক, প্রচার সম্পাদক নাছির উদ্দিন, ঈসমাইল সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দরা।
জাতির পিতা বঙ্গবন্ধুর কেক কাটার কর্মসূচি শেষে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও রমজানে ইফতার মাহাফিলের আয়োজনের বিষয়ে ঘরোয়া আলোচনা হয় এতে সর্ব সম্মতিক্রমে আগামী পোগ্রামগুলো আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনা সভায় বক্তরা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ন্যায়ের পক্ষে প্রতিবাদী এক নাম। শৈশব থেকেই যার মেধা-মননে জায়গা করে নিয়েছে প্রতিবাদের ভাষা। যেখানে অন্যায় দেখেছেন সেখানেই কণ্ঠ ছেড়েছেন ন্যায়ের পক্ষে। নিজের জীবনের তোয়াক্কা না করে নিপীড়িত, নিষ্পেষিত মানুষের অধিকার আদায়ে লড়েছেন আমৃত্যু। বিশ্ব ইতিহাসে বঙ্গবন্ধুই একমাত্র নেতা যিনি একই সঙ্গে একটি স্বাধীন দেশ ও স্বাধীন জাতির পিতা।