বিশ্ব পরা শক্তি রাশিয়া গত কয়েকদিন প্রতিবেশী দেশ ইউক্রেনের সাথে মেতেছে কঠিন যুদ্ধ খেলায়। যে যুদ্ধে জয় পরাজয় যাই হোক দিনশেষে বিশাল ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে বিশ্ব , এতে করে অর্থনীতিতে তো বিশাল ধাক্কা আছেই তার সাথে নানানভাবে যুক্ত আছে বিশ্ব রাজনীতির ইস্যু।
এই যুদ্ধের ফলে বিশ্ব বাজারে তেলের দাম যেমন বেড়েছে তেমনি তার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়ে বিশ্ব বাজারে দ্রব্যমূল্যের দাম। এবং এটি বাড়ার কয়েকটি কারণ আছে একটি কারণ হলো বিশ্বে তেল রপ্তানিতে রাশিয়া বিশ্বের অন্যতম এবং খাদ্রদ্রব্য রপ্তানিতেও রাশিয়া আর ইউক্রেন বিশ্বের অন্যতম বাজার দখল করে আছে সুতরাং এই অঞ্চলে যুদ্ধ মানে সবকিছুর দাম এমনিতে বৃদ্ধি পাবে তা স্বাভাবিক… ( এটি একটি যাষ্ট টেস্ট পোস্ট )
